সে কোন বন্ধু বলো বেশী বিশ্বস্ত ।। মতিউর রহমান মল্লিক


 সে কোন বন্ধু বলো বেশী বিশ্বস্ত


সে কোন বন্ধু বলো বেশী বিশ্বস্ত

কার কাছে মন খুলে দেয়া যায় 

কার কাছে সব কথা বলা যায় 

হওয়া যায় বেশী আশ্বস্ত-

তার নাম আহমদ বড় বিশ্বস্ত। 


যে জন কখনো ব্যথা দিতে জানে না 

যে জন কেবলি মুছে দেয় বেদনা 

হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর 

কার বুক এত প্রশস্ত-

তার নাম আহমদ বড় বিশ্বস্ত। 


মহানবী বলে তারে কেউবা ডাকে 

আমি ডাকি প্রয়িতম 

সে আমার ধ্যাণ, ভালবাসা প্রেম 

মধুময় মনোহর স্বপ্নসম 

যে জন করুণার অনুপম উপমা 

যার মত মরমী কোথাও আর মেলেনা 

জীবনের আঙিনা আবাদ করে দিতে আর 

কার বুক এত প্রশস্ত-

তার নাম আহমদ বড় বিশ্বস্ত। 




No comments

Powered by Blogger.