আপেল রঙা টি-শার্ট ।। নুরুন্নাহার মুন্নি

 
আপেল রঙা টি-শার্ট
নুরুন্নাহার মুন্নি

শীতল পাটির মতো সর্প শরীর তার
প্যাঁচানো লতানো অবয়বে দক্ষ কুশীলব
আপেল রঙা একটি টি-শার্ট আছে আমার
ওর সর্পিল শরীরের বা কর্ণারে ঝুলানো
ছোট্ট একখানা বুক পকেট
প্রশ্ন করলে ওতে কি রাখো তুমি?
ইঁদুরের গর্তের মতো ওই অংশটি আমার
অপ্রকাশিত বই আর আমি তার মলাট
ওই পৃষ্ঠাগুলো চোরাবালিতে ডুবন্ত কষ্ট আমার
বাঁচাও বাঁচাও করে চিৎকার করে পৃথিবী ফাটিয়ে দেয়
কষ্টের জোনাকীগুলো কেমন রোজ নেচে নেচে বেড়ায়
তোমার বাগান জুড়ে দেখতে পাও না বুঝি?
বধির তুমি তাই তুমি অবদি শব্দগুলোর
দৌড়ঝাপ পৌঁছায় না।

No comments

Powered by Blogger.