স্বপ্ন সাজাই ।। মাহফুজুর রহমান আখন্দ

 
স্বপ্ন সাজাই
মাহফুজুর রহমান আখন্দ

রাস্তা নিশান ঠিক না হলে
ফুলদানীটাও ভুলদানী হয়
জীবন নামের কলের চাকা
ছোট্ট কানের দুলদানী হয়

কানের দুলে আবেগ মাখা ছবি
বাস্তবতায় রয় না জীবন রবি

জীবন মানে সামনে চলার গান
জীবন ঘিরেই স্বপ্ন অফুরাণ
তাইতো চলো জীবন পথের টানে
বাস্তবতার স্বপ্ন সাজাই গানে।

No comments

Powered by Blogger.