প্রেম আকাশে স্বপ্ন দোলে ।। মাহফুজুর রহমান আখন্দ

 
প্রেম আকাশে স্বপ্ন দোলে
মাহফুজুর রহমান আখন্দ


শাদা কালো মেঘ জমে আকাশের গায়
বাতাসের দেহে নাচে চেনা চেনা সুর
সাগর পাখিরা হাসে চেনা আয়নায় 
তুমি আমি কাছে আছি, নয় বহুদূর 

কাশবনে কোমলতা হাসিমাখা ফুল
সাহসের রোদ পড়ে চিলের পাখায় 
পদ্মার বুকে ঢেউ নীরব দুকূল 
দুই তীরে প্রেমলীলা স্বপ্ন মাখায় 

তবু যেন বুকে বুকে কষ্টের দাগ 
মনফুলে ওঠে না তো ভোমরের গান
কুয়াশার মতো ঝরে রাগ অনুরাগ
গোপনে গোপনে চলে মান অভিমান

শরতের মায়া ছুঁয়ে হাতে রেখে হাত
জীবনের ফুলে আনি সুবাসিত ভোর
জোছনায় মেখে নেবো কুসুমিত রাত
সহসাই কেটে যাবে আঁধারের ঘোর

স্বপ্নের জাল বুনি কষ্ট তাড়াই
কাছে এসে ভালোবেসে দুহাত বাড়াই।

No comments

Powered by Blogger.