দ্বিপথ দ্বিমত ।। মাহফুজুর রহমান আখন্দ

 

দ্বিপথ দ্বিমত
মাহফুজুর রহমান আখন্দ 

মনটা বেয়াড়া তবু আশা জাগে বুকে
মুঠো মুঠো রোদে গড়ে দিবসের গান
কখনো বিজলি ডাকে সাহসের মুখে
হৃদয়ের সাথে রোজ মান অভিমান

ডানাতে ভাসে না তার ওড়ার সাহস
কবিতার স্বপ্নে সে উতলা প্রেমিক
আকাশের নীল দেখে ভীষণ নাখোশ
মরীচিকা রোদ মেখে করে ঝিক্মিক

সাগরের ঢেউ গোনে পাহাড় চূড়ায়
পাখিদের চোখে ফোটে স্বপ্নআগুন
কুয়াশার জাল দেখে ফানুস উড়ায়
বরফের মাঝে খোঁজে আয়েশী ফাগুন

হতাশার ঝরাপাতা আগুনে পোড়াও
বিশ্বাসে সাহসের পাতাকা ওড়াও।

No comments

Powered by Blogger.