শূন্যতা ।। সোমা সোবহান

 
শূন্যতা
সোমা সোবহান 

তুমি ছুঁয়ে দিলে আমি নীলপদ্ম হয়ে যাই 
তুমি তাকালে আমি লজ্জাবতী লতা হয়ে যাই
তুমি যদি ডাকো আমি বিবশ হয়ে যাই 
তুমি ভালোবাসলে আমি মাতাল হয়ে যাই।
 
তোমাকে একদিন একটা মেঘের গল্প শোনাবো
যে ভালোবেসে পাহাড়ের বুকে বৃষ্টি হয়ে আছড়ে পড়তো
একদিন সে পাহাড়ের অবহেলায় ঝরনা হয়ে গেলো-
বয়ে গেলো দূর থেকে আরো দূরে, সুদূর কোনো জনপদে
ঠিকানা রাখেনি মেঘ, ঝরনাও অভিমানী, 
রাতের জ্যোৎস্না শুধু দেখেছে সে নীরব কান্না। 
আমি ভালবেসে মেঘ, ঝরনা, রাত্রি হয়ে যাই-
অবহেলায় আমি অভিমানী নদী হয়ে যাই,
যার চলার নেই কোনো শেষ, নেই অবসর।
আমি বয়ে চলা সুনীল জলরাশি-
ক্রমশ শূন্যতায় বিলীন হয়ে যাই।

No comments

Powered by Blogger.