একুশের-পদাবলী ।। সোমা সোবহান

 
একুশের-পদাবলী 
সোমা সোবহান 

আমি একুশ দেখিনি
ফাগুনের সেই উত্তাল সকাল
মিছিলের পদভারে শানিত দুপুর কিম্বা ভয়াল রাত্রি দেখিনি
আমতলায় ফুসে উঠা জনতার আটই ফালগুন
এসব আমি কিছুই দেখিনি।

আমি দেখিনি
ছাত্র জনতার দিকে ছুটে আসা এক ঝাক তাজা বুলেট 
আমি দেখিনি রফিক বা বরকতের চোখে বাংলার স্বপ্ন
আমি দেখতে পারিনি সালাম সফিক জাব্বারের রক্ত লালশার্ট।

আমি শুধু দেখেছি একঝাক লাল টকটকে শিমুল পলাশ
বাংলার আকাশ জুড়ে কৃষ্ণচূড়া আর রাধাচূড়া
আমি শুনেছি মার মুখে শুয়োরানী দুয়োরানীর গল্পগাঁথা। 

আমি দেখেছি সুকান্তের মতো প্রতিবাদী যুবক
যে আঠারো বছর বয়সে জ্বলে উঠে
কিংম্বা নজরুলের বিদ্রোহী কবিতার মতো, অকুতোভয় মুক্তিসেনা
আমি দেখেছি দীপ্ত শক্তিতে মাথা উঁচু করে দাঁড়ানো শহীদ মিনার।

তোমরা যদি সেদিন প্রতিবাদী না হতে
আমরা বাংলা ভাষা পেতাম না
সেদিন যদি তোমরা মিছিলে মিছিলে প্রকম্পিত না করতে রাজপথ
আমরা সুকান্ত, নজরুলের কবিতার মতো প্রতিবাদী যুবক পেতাম না
তোমাদের রক্তে সেদিন যদি রঞ্জিত না হতো ইতিহাস
আমরা আমাদের অহংকারের শহীদ মিনার পেতাম না।

একুশের চেতনায় রাঙা স্বাধীন বাংলা
তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসা।

No comments

Powered by Blogger.