বিজয়ের পায়রা ডাকে ।। মনসুর আজিজ

 
বিজয়ের পায়রা ডাকে
মনসুর আজিজ


বিজয় একটি নতুন ভোরের মতো উঁকি দেয় মনের উঠোনে
একচিলতে রোদের আশায় প্রতীক্ষিত মুক্তিকামী মানুষ
মুক্ত রোদের প্লাবন এসেছে জেগে ওঠা নতুন চরে
ঝিরিঝিরি বাতাসে উড়ছে আমার লাল সবুজের পতাকা
লালের ভিতর লুকিয়ে আছে শহিদের রক্তমাখা হাসি
সবুজের ভিতর নেচে ওঠে উন্মাতাল যোদ্ধার দল

একটি দেশ নতুন চরের মতো মাখা তোলে পৃথিবীর মানচিত্রে
সমুদ্রে ঠোঁট লাগিয়ে সারা দেহে ছড়িয়ে দেয় জলের শিরা
ফসলের মাঠ গেয়ে ওঠে স¦নির্ভর বাংলাদেশের গান
মাটিমুখি মানুষের চোখে খেলা করে আশার চারা
পাতা মেলে শাখা মেলে ডালে ডালে পাখির কলরব

কবি এক স্বাধীন মানুষ
গান গায় কলমের ঠোঁটে
কাধে নেয় আশা জাগানিয়া সোনালি পাটের ব্যাগ
কল্যাণব্রতে ছুটে চলে শব্দের পায়রা উড়িয়ে।

No comments

Powered by Blogger.