এই পতাকা ।। হাসান আলীম

 
এই পতাকা 
হাসান আলীম 

এই পতাকা লাল সবুজে লাল
এই পতাকা স্বাধীনতার ঢাল।
এই পতাকার সবুজ বুকে খুন
এই পতাকার সূর্য লালে রক্ত মাখা নুন।
রক্ত নুনে শহীদ খুনে দরদ কোটি গুণ। 
বিজয় দিবস সবুজ নিবাস মুক্ত আলো বায়ু
প্রাণ হারাদের, দেহ মনে বাড়ায় সতেজ আয়ু।
বিজয় দিবস মহান বিজয় ষোলই ডিসেম্বরে 
বাংলাদেশের সূর্য হাসে মুক্ত নীলাম্বরে।
ঘরে ঘরে সুখের পায়রা ডাকে বাকুম বাক
পায়রা গুলো ঢোলক বাজায় তাক ধুমা ধুম তাক।
শ্বেত ভালুকি শ্বেত পায়রা শ্বেত আতঙ্কে কাপে
বিজয় দিবস লক্ষীবিলাস কাহার অভিশাপে?
এই পতাকা মুক্তিসেনার রক্তে ভেজা সূর্য 
এই পতাকা গৃহহারার অমিত তেজ তূর্য।

No comments

Powered by Blogger.