ঝরাপাতার কাঁপন লেগেছে পার্পল আঁচলে ।। তাহমিনা শিল্পী

 
ঝরাপাতার কাঁপন লেগেছে পার্পল আঁচলে
তাহমিনা শিল্পী 

সবুজে ঋতু’র হাহাকার ছুঁলে, পাতারা বিবর্ণ হয়! 
তারপর খসে পড়ে ঘাস-মাটির বিছানায়, 
যেন সর্বস্ব খুঁইয়েছে। 
ঢেউ খেলানো বাতাস হাসে খিলখিলিয়ে- 
ঝরাপাতারা নিরুদ্দেশ হয়। 
যেতে যেতে আলোড়ন তুলে যায়,
পার্পল শাড়ির লম্বা আঁচলে। 
একাকী চৈতালী বিকেলের শেষপ্রান্তে নিশ্চুপ বসে শুনি, 
এক একটি ঝরাপাতার মলিন মনের গুঞ্জন। 
জীবন এক জীর্ণ ঝরাপাতা! 
এখানেও নতুনের ভিড়ে রোজ নির্বাসিত হয় পুরাতন। 
শুধু কোথাও কোনও কাঁপন লেগে থাকে না।

No comments

Powered by Blogger.