হৃদয়ে ক্ষরণ ।। নুসরাত জাহান
জন্মের পর আমি কখনো স্বচক্ষে
আমার জন্মদাগটা দেখিনি।
একদিন ভীষণ আক্ষেপ নিয়ে মাকে
জিজ্ঞেস করলাম, মা বললেন
কখনো দেখেননি তিনিও।
জন্মদাগ না দেখতে পাওয়ার আক্ষেপ
আমার সেই ছোট থেকেই ছিল।
তারপর দোষারোপের প্রতিযোগিতায় নেমে
তুমি যখন আমায় ছেড়ে চলে গেলে, তখন
থেকে আমার হৃদয়ে একটা দাগ হলো
সে এক ভীষণ কঠিন দাগ।
জন্মদাগ দেখার আক্ষেপটা তবে না হয়
এই দাগে পুষিয়ে নিবো।
No comments