কবিতায় মানুষকে সহজে আঁকা যায় ।। নুসরাত জাহান

 
কবিতায় মানুষকে সহজে আঁকা যায়
নুসরাত জাহান

কবিতায় মানুষকে সহজে আঁকা যায়। প্রিয় জিনিসকে উপস্থাপন করতে— দীর্ঘ থেকে দীর্ঘ লাইন লিখতে হয় না। ছন্দের তালে- তালে রোজ নিয়ম করে কবি’রা কবিতায় এঁকে যায় কতশত গল্প। আসলে কবিরা অসাধারণ হয়। কবিরা কেবলই তার কবিতার হয়। কবিতার প্রতি ভালো লাগা কিংবা ভালোবাসা কখনোই ছিল না, আমি সব-সময় ডুব দিয়ে থাকতাম গল্পে। তারপর আস্তেআস্তে একদিন উপলব্ধি করলাম কবিতা দিয়েও গল্প বলা যায়, কবিতার ছন্দ দিয়েও একজন মানুষকে আঁকা যায়। কবিতায় মন জুড়ানো যায়, কবিতায় প্রিয় জিনিস কিংবা মানুষটিকে ভালোবাসার বহিঃপ্রকাশ করা যায়। কবিতা একলা বিকেলের সঙ্গী। কবিতা মানুষের মধ্যরাতের সঙ্গী।

No comments

Powered by Blogger.