শিশির ভাঙা রোদ ।। নজরুল মোহাম্মদ
শিশির ভাঙা রোদ
নজরুল মোহাম্মদ
বকুলের কান্না ভেজা আদরের মতো ঝরে পড়া এই সময় -তোমার চলে যাওয়ার মতো মলিন। নিশানা তাক করে আছে শূন্যতার উজানে- সমবেদনার বাতাসে ধেয়ে আসছে নিষ্ঠুর ছদ্মবেশী! যে প্রতিবিম্বে ব্যাপ্ত করছে তৃষ্ণার্ত অন্ধকার- নির্বাক, বিচলিত মন নির্জনে কেঁদে উঠছে জাদুকরী পিপাসায় যেখানে পড়ে থাকে তাবৎ বিষণ্নতা অসীম সর্বনাশে।
আমাদের ফুল-তোলা সময়ের চাদরে নিঃশেষ হয়ে আছে অসতর্ক দিন- প্রতারণা কিংবা প্রেম, মৃত্যুর মহিমায় টুঁটি চেপে ধরছে প্রশান্তির ঘুমে। কে তুমি? সংগীতের মতো নামছো যুক্তি-শৃঙ্খহীন অবুঝ মনে! ভুলে থাকার অজুহাত না-পেয়ে, তীব্র মনখারাপ নিয়ে বসে থাকি- বুকের ভেতর জ্বলে মোহনীয় আগুন।
পাখির ডানার ক্ষিপ্রতা আনতে যে পালক খসে পড়ে গেলো হাওয়ায় তার মতো পালিয়ে আসি দীর্ঘশ্বাসে! উপেক্ষা আর কটাক্ষে পোয়াতির প্রসব বেদনার মতো বোবা কষ্টে জুড়ে থাকি সমস্ত আয়োজনে। মিথ্যার মতো সিঁধেল চোর আমাদের সংসারে ঢুকে চুরি করে সমুদ্ররঙ, আশ্চর্য ভোর- সুদীর্ঘ পলি-বুকে বুনে যায় ঘৃণা, নিষ্ঠুরতা!
আমাদের শিলাময় গল্পগুলো প্রেমের অরণ্যে ছিলো মখমলের মতো তুলতুলে, আন্দোলিত প্রতীক্ষায় যে ছিলো সরব ও রঙিন। অথচ লেইসফিতার আঁটোসাটো বিনুনির মতো সেসব প্রেম একদিন খুলে যায় অচেনা মুহূর্তে- যেমন ধারালো ছুরিও একদিন ভোঁতা হয়ে যায় খুনের উল্লাসে।
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/samoiki
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801720070848
🔗 E-MAILL
samoikionline@gmail.com
No comments