কে তুমি ।। ফরিদ ভূঁঁইয়া
কে তুমি আমার চোখে, জ্বালা ধরা সুখ
কখনো ভাবি নি আগে, হৃদয়ে জাগি নি
এমনি সুষম পথ্যে কথার রাগিণী
ভরাবাটি দুগ্ধ পিয়ে আমি চুকচুক
নিদারুণ সময়ের পিঠে চড়ে একা
কতদূর যেতে পারি- স্বপনে পাহারা
মানুষের ছায়ামায়া মানে নাকো যারা
তুমিতো তাদের নও, কালের অদেখা
তবু আমি দেখি ঠিক, চোখে জ্বালা ধরে
গত ও আগত এসে ঘোরের আবহে
দূরগামী হতে বলে ধীরে রয়েসয়ে
মুখামুখি হবো ঠিক, আগে কিবা পরে
রাতের মধ্যমা তুমি জোছনা উদাস
তুমি নও কারো কোনো তুরুপের তাস...
No comments