প্রথম ছবক ।। ফরিদ ভূঁঁইয়া

 

প্রথম ছবক
ফরিদ ভূঁঁইয়া 

দুনিয়ায় যাপন সফর শেষে 
ফিরে যায় মুসাফির 
ধর্মশালা শেখালো আমারে 
আল্লাহু আকবার-নারায়ে তাকবির 
যেতে যেতে পথে পথকলি ফোটে
স্মৃতি মধুময় কথা কয়
যেতে যেতে কতপথ 
বিষাদবেদনা সম—কে বা কার হয়
দিনের হিসেবে আসে সূর্যের উদয়...
রাত আসে, অন্ধকার 
কালের কালোর কোষে কোষে 
চাঁদের ভাষায় জাগতিক অপার বিষ্ময়...
অনন্ত পথের প্রকৃতিতে পথিকের
মান ও হুশের শত গল্প ও কবিতা 
মানুষ পাঠের ব্যর্থ সফরে পাঠক
বিগন্তের নীলিমায় খুঁজে ফেরে মুক্তির আরক...
যেতে যেতে পথে মনে কি পড়ে 
ও মুসাফির, কী সেই প্রথম ছবক...
ইকরা বিস্মে রাব্বিকাল্লাজি খালাক...

No comments

Powered by Blogger.