ফাগুন এলেই ।। আসাদ চৌধুরী

 

ফাগুন এলেই
আসাদ চৌধুরী

ফাগুন এলেই একটি পাখি ডাকে
থেকে থেকেই ডাকে
তাকে তোমরা কোকিল বলবে ? বলো।
আমি যে তার নাম রেখেছি আশা
নাম দিয়েছি ভাষা,
কতো নামেই ‘তাকে’ ডাকি
মেটে না পিপাসা।
ফাগুন আনে ফুলের তোড়া
কখন প্রতিবাদ,
ফাগুন যেন পাগলা ঘোড়া
মানতে চায় না বাঁধ।
ফাগুন এলেই অলি এসে জোটে
কলিরা পায় লোটে,
তাকে তোমরা শহীদ মিনার বলো !
আমি যে তার নাম রেখেছি ফেরা
নিজের ঘরে ফেরা,
ঘর থেকে যে পথে ওড়ে
তেমন বিহঙ্গেরা।
ফাগুন যেন ফুফুর আরশি
দেখি নিজের মুখ,
ফাগুন শেখায় ‘শুধরে লও হে
জীবনের ভুল-চুক।’
ফাগুন এলেই একটি পাখি শাখে
থেকে থেকেই ডাকে।
কোকিল বলবে তাকে ? বলো।
ফাগুন এলেই অলি এসে জোটে
কলিরা পায় লোটে
বলবে তাকে শহীদ মিনার ? বলো।

No comments

Powered by Blogger.