সম্পাদকীয় ।। ৫ম সংখ্যা ।। সাময়িকী

 

আসসালামু আলাইকুম।

সাহিত্য নানা বাঁকে ঘুরে। নদীর মতো একে-বেঁকে যায়। কিন্তু তার প্রবাহমানতা থাকে সব সময়। এই প্রবাহমানতা হলো সাহিত্যের গতি। এই গতি যদি ধীর হয় বা প্রায়ায় স্থবির হয় তখন-ই নেমে আসে সাহিত্যের অন্ধকার। বাংলা সাহিত্যে বেশ কয়েকবার এই অন্ধকার পরিলক্ষিত হয়। কিন্তু বাংলা এমন এক গতিশীল ভাষা সাহিত্য তার গতি ধীর হলেও একেবারে থেমে যায়নি। কোথাও না কোথাও তার প্রবাহমানতা জারি রেখেছে।

বাংলা কবিতার বাঁক ঘুরলে বা দশক বেরুলে বা কেনো প্রকার সময়ের অবস্থান পরিবর্তন করলে সাহিত্যও তার মতো বদলে যায়। এই সময়ের পাঁচজন কবির কবিতা ভাবনা ও তাদের কিছু কবিতা উপস্থাপনের মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করছি বর্তমান সময়ের কবিদের কবিতা ভাবনা ও তাদের কবিতার গতি প্রকৃতি।

আমরা এই ছিলছিলা জারি থাকবে। আগামীতেও আরো কবিদের কবিতা ভাবনা থাকবে। আমরা আশা করবো আপনারা আমাদের এই আয়োজনের থাকবেন। পত্রিকাটি পাঠ করবেন এবং লিখবেন।

মা’আসসালাম-
আফসার নিজাম

সম্পাদক
আফসার নিজাম

নির্বাহী সম্পাদক
রেহনুবা ইভা

সহকারী সম্পাদক
ঋতুবৃতা মন্ডল
অধরা আলো
বৃষ্টি মিনা

গ্রাফিক্স
ক্রিয়েটিভ লাইফ

প্রকাশকাল
১ অক্টোবর ২০২৩

আফসার নিজাম কর্তৃক শান্তিবাগ, ঢাকা থেকে প্রকাশিত ও প্রচারিত // মোবাইল : 01819-515141
E-mail: samoikionline@gmail.com // Web: samoiki.blogspot.com // facebook.com/samoiki2016



No comments

Powered by Blogger.