কবি ।। রোখসানা ইয়াসমিন মণি

 
কবি
রোখসানা ইয়াসমিন মণি

মনের ভেতর এক যে কবি মাকুর ধরে টানে
ডাক শুনে সেই দ্বিধার সুতো ছুটছে তৃষার বাঁকে
গল্পগুলো কোন শেকড়ে বসে স্বপ্ন আঁকে
খুলতে পেলেই ছুঁয়ে দিতাম প্রাণের কবিটাকে
ঢিল দিও না, ঢিল দিও না আগুন- মধুর চাকে।

মনের ভেতর এক যে কবি দুপুর খুলে আনে
ধুম পিপাসায়, সন্ধ্যা হাওয়া দুলছে অন্ধকারে
টুকটুকে রাত যায় ছড়িয়ে খোয়াবের সংসারে
ক্ষুধায় ঘেরা শব্দগুলো দেহের ছায়াটাকে
এফোঁড়-ওফোঁড় করে কাটে তপ্ত এ মনটাকে।

মনের ভেতর এক যে কবি সুর তুলেছেন গানে
ফুল ফুটেছে, ফুল ফুটেছে ভয়েরই উদ্যানে!
সফেদ মুখে লিখবে কবি রক্তজবার খুনে
পাংশুটে সব দুঃখমালা স্নেহ আর প্রেমে
তাই সে কবি আমার মনে আসলো যে আজ নেমে!

No comments

Powered by Blogger.