অভিশপ্ত নগরী মুখে ।। আহমদ বাসির


 অভিশপ্ত নগরী মুখে

মশারির মতো চারদিকে সতর্ক দেয়াল
অথচ মাথার উপর অচেনা আকাশ ঝুলিয়ে
দিকভ্রান্ত পথিক, যার পায়ে প্রতিমুহূর্তে
হুমড়ি খায় পরিণতির প্রতিধ্বনি।
যার চোখ নিবন্ধ থাকতো
ঘাসের মুখ ছুঁয়ে ছুঁয়ে মৃত্তিকার বুক জুড়ে 
সে এখন উর্ধ্বগামী Ñ দূরগামী চোখ তার
ঘূর্ণিবায়ুর চেয়ে দূরন্ত 
পাগড়ির বদলে সে ধারণ করেছে 
বহুরূপী পিশাচের ভয়ঙ্কর দাঁত ও 
শিংঅলা মাথা, তার যাবতীয় বাল্যশিক্ষা তো
বহুকালের পুরোনো জং ধরা পেরেক।
ঘাড় ঘোরাতেই কেঁপে ওঠে অস্তিত্ব
পায়ে পায়ে হেঁটে এলাম কই?
এযে আদ-সামুদের নগরী Ñ অভিশপ্ত।

No comments

Powered by Blogger.