নাগরিক চাষা ।। আহমদ বাসির


 নাগরিক চাষা

বাণিজ্যিক বেদনার বিষে 
নগরী হয়েছে নীল
আরক্ত দুচোখে দেখি পাখির মিছিল
ও পাখি
তুমিও বনিক নাকি বেশ্যার মত!
নাকি মন, মনোভূমি ক্ষত বিক্ষত। 
জানো না হে পাখি
আরাধ্য আকাশে আঁকি বর্ণীল ভাষা
নাগরিক কবি আমি আসলে যে চাষা। 

No comments

Powered by Blogger.