একটি খবর যুদ্ধবাজের প্রতি ।। আহমদ বাসির

 
একটি খবর যুদ্ধবাজের প্রতি
আহমদ বাসির

বুলেট বোমায় মানুষ মারে যারা 
একটি খবর তাদের কাছে দিও,
একটি বুলেট একটি বোমার চেয়ে
একটি জীবন প্রাণের মত প্রিয় ॥

বুলেট বোমা ছুঁড়তে পারে তারা
গুণ্ডা ডাকু অত্যাচারী যারা
খুন-খারাবী তাদের কাছে প্রিয় 
করতে হাসিল স্বার্থ তাদের স্বীয় ॥

একটি জীবন অফুরন্ত সম্ভাবনায় ভরা
একটি জীবন সত্য দিয়েই হতে পারে গড়া
প্রাণের ভেতর মহৎ প্রেরণা যে
দিতে পারে মহোত্তম কাজে
সেইতো শুধু আমার কাছে প্রিয়
তারেই তুমি আপন করে নিও ॥


No comments

Powered by Blogger.