মিথ্যা মামলা ।। আহমদ বাসির

 
মিথ্যা মামলা
আহমদ বাসির

মন্ত্রি হাসেন এমপি হাসেন 
হাসেন আমলা কামলা
অন্ধকারে একা মানুষ
লড়ছে মিথ্যা মামলা

দেশদরদী হাসেন বসে
হোটেল সোনারগাঁয়
কাদামাটির ছোঁয়া যেনো
না লাগে তার গায়

কুটনীতিকও হাসেন বসে
দেশে দেশান্তরে
ভাগ্যবিপর্যয়ের খেলা
থাক না ঘরে ঘরে

বুদ্ধিজীবি বদ্ধ ফ্ল্যাটে
হাসেন একা একা
নির্বোধেরা তার সাথে ক্যান
করতে আসে দেখা

এসব হাসির গুপ্ত কারণ
সাংবাদিকের জানা
কিন্তু কারণ করলে প্রকাশ
পাবেন না নাজরানা।

No comments

Powered by Blogger.