আহমদ বাসির।। নির্ঝর আহমেদ প্লাবন

 

আহমদ বাসির
নির্ঝর আহমেদ প্লাবন

এ কেমন বাণী শোনালে মুজাম্মিল
বেদনায় ভেঙে ভেঙে চেতন হারিয়ে 
এরুভূ’তে পরিণত হলো আমার দিল।
যখনি ফেলবো ভাবছি স্বপ্নের মোহনাতে সুন্দরের জাল 
তখনি ছন্দ পতন
ধ্রুপদী তবলার পর্দা কেটে, চিরতরে থেমে গেলো তাল। 
যেখানে মানুষের উত্থান-পতন আছে, জীবন আছে কান্না-হাসির 
সেখানেই পাবে তাকে 
যুগের নকিব সে যে, আধ্যাত্মিক রাহবার আহমাদ বাসির। 
জ্ঞানের জাহাজ ছিলো, স্মৃতির আধার ছিলো ক্ষুরধার পাহাড়ি নদীর
সত্যের আলোয় প্রোজ্জ্বল ছিলো 
আড্ডার নায়ক ছিলো, দেশপ্রেমে জ্বল জ্বল করতো তাহার রুধির। 
কত কথা রয়ে গেছে আছে, কত কাজ বাকি আছে, চলে গেলে তুমি  
এমন কী হয়ে গেলো, এমন কী ক্ষয়ে গেলো 
তোমাকেই যেতে হলো ফেলে রেখে সাহিত্যের অনাবাদি বিরাণ ভূমি।
তুমি ছিলে ধ্যানের-ধারণার-জ্ঞানের-উন্মাদনার বিপ্রগতিক
অন্য ভুবনে তুমি কেমন আছো-
সুন্দরের, শিল্পের, জাগরণের, মুক্তির মিছিলের অগ্রপথিক।

No comments

Powered by Blogger.