আমিও যাবো ।। রেদওয়ানুল হক

 

আমিও যাবো
রেদওয়ানুল হক

সবাই তো চলে যায় আমিও যাবো
পারবে না আটকাতে যতোই ভাবো।
যতোই আনোনা কেনো ডাক্তার, পীর
উড়ে যাবো হুট কওে বায়ু থির থির। 
চীৎকার-চেঁচামেচি সবই বিফল
হতাশার বালুমাঠে বুনবে কি ফল?
চোখের সামনে সব ঘটে যাবে খেলা
ভেঙেচুরে ঝুর ঝুর সাধনের মেলা।
এই তো জীবন আহা এইতো জীবন
জানা নেই কার কবে হবে যে নিবন।

No comments

Powered by Blogger.