সম্পাদকীয় ।। ২য় সংখ্যা ।। সাময়িকী


 আসসালামু আলাইকুম।
কবি মতিউর রহমান মল্লিককে মূল্যায়ন করার প্রকৃত সময় এখনও এসে উপস্থিত হয়েছে বলে মনে হয় না। কারণ তিনি সৃজন ও মননের যে স্তরে উপনিত   হয়েছিলেন সেখানে উঁকি দেয়ার মতো মন আমাদের তৈরি হয়নি। আমরা এখনও মল্লিক আবেগে অবস্থান করছি। তাঁর চিন্তা, দার্শনিক অবস্থান এবং সৃজন সমাজে তাঁর যে কন্টিভিশন এর নিরপেক্ষ বিশ্লেষণ করার মতো যোগ্য মানুষের স্বল্পতা বেশ পরিলক্ষিত।  এর থেকে উত্তরণ করার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তাঁকে যারা দেখেনি, তার সাথে অবস্থান করেনি কিন্তু তাঁর লেখনির মধ্যে যে চিন্তা-চেতনা বিরাজ করে তার থেকে মল্লিককে খোঁজার চেষ্টা করবে তখনই প্রকৃত মল্লিক বের হয়ে আসবে আমাদের সামনে। সেই অনাগত চিন্তকের জন্য আমাদের ভালোবাসা ও দোয়া থাকবে। 

মা’আসসালাম-

আফসার নিজাম

সম্পাদক
আফসার নিজাম

নির্বাহী সম্পাদক
রেহনুবা ইভা

সহকারী সম্পাদক
ঋতুবৃতা মন্ডল
অধরা আলো
বীথি কুইন

গ্রাফিক্স
ক্রিয়েটিভ লাইফ

প্রকাশকাল
১ আগস্ট ২০২৩

আফসার নিজাম কর্তৃক শান্তিবাগ, ঢাকা থেকে প্রকাশিত ও প্রচারিত // মোবাইল : 01819-515141
E-mail: samoikionline@gmail.com // Web: samoiki.blogspot.com // facebook.com/samoiki2016



No comments

Powered by Blogger.