একটি হৃদয় ।। মতিউর রহমান মল্লিক
একটি হৃদয়
একটি হৃদয় কলির মতো, ওলির মতো,
মেঘনা নদীর পলির মতো।
পাখ-পাখালীর উধাও উধাও ক্লান্ত প্রহর,
উথাল পাথাল ধানসিঁড়ি ঢেউ নিটোল নহর,
সবুজ খামার হাওয়ার খেলায় সুরের বহর;
একটি হৃদয় লতার মতো,
লজ্জাবতীর পাতার মতো
অনেক কথকতার মতো।
ঝুমুর ঝুমুর ঝাউয়ের নূপুর দুপুর বেলা
সুদূর প্রদেশ আলোর ঝালর সাগর বেলা
ঝোপঝাড় ও ঝিল জোনাক জোনাক তারার মেলা;
একটি হৃদয় ফুলের মতো,
সুরমা নদীর কূলের মতো
বট-পাকুড়ের মূলের মতো।
রাঙামাটির স্বপন সজীব সুখদ পাহাড়,
মন মাতানো নাফ নদীটির এপার ওপার,
তেতুলিয়ার একটানা পথ নানান খামার;
একটি হৃদয় মাঠের মতো,
পল্লীগাঁয়ের বাটের মতো,
নৌকা বাঁধা ঘাটের মতো
একটি হৃদয় কলির মতো, ওলির মতো,
মেঘনা নদীর পলির মতো।
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/samoiki
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801720070848
🔗 E-MAILL
samoikionline@gmail.com
No comments