বন্ধু ও প্রেমিক ।। নুরুন্নাহার মুন্নি

 
বন্ধু ও প্রেমিক
নুরুন্নাহার মুন্নি

প্রেমিকের প্রশংসিত চোখ দৈব্য স্বার্থক জ্যোতি
মৃয়মান আলোর নেশায় বিভূঈঁয়ের পথ খোঁজে না
তার প্রখর দৃষ্টি প্রেমিকার গায়েবী মাজার
ও প্রান্তে রোজ ইবাদতে মশগুল মনের গুল্মলতা বৃক্ষ
প্রয়োজনে সুগন্ধি ছড়ায় আগুন জ্বালায়
ঘরের হাড়িতে উনুন না জ্বলুক মাজার বেঁচে থাকুক
লাল নীল গিলাবে ঢেকে রাখা বক্ষবন্ধনীর ভাঁজ টানে রোজ
ধোয়াহীন সিগারেট মদের নেশায় আঙুলের সূক্ষ্ম পেন্সিল 
টেনে হিঁচড়ে বের করে আনে রাস্তায়
অন্ধের মতো এবাদত করে যায় শুধু 
হায় পৃথিবীর প্রেমিক!
বন্ধু সে জাত বিজাতহীন মুসাফির
অনাদি গর্ভকাল থেকে স্মারক বহন করে 
খাঁটি খদ্দরে ঢাকা পরিপাটি দেহ, সাজ, সুখ অভিলাস 
সবই নাকি তুচ্ছ! হাসতে হাসতে মাজার রক্ষা করে
দূরবীন দৃষ্টি বাঁচিয়ে রাখে হেমলক
তাবৎ সংসার একদিন মাজার দর্শনে নামে
দুর্ভাগ্য! বন্ধু হতে হতে একদিন প্রেমিক হয়ে ওঠে।

No comments

Powered by Blogger.