জাগরণমূলক গান ।। মাহফুজুর রহমান আখন্দ

 

জাগরণমূলক গান
মাহফুজুর রহমান আখন্দ


সবুজের মাঝে ঐ টগবগে রক্তিম সূর্যের ডাক
কুয়াশার জাল ছিঁড়ে
দুখী মানুষের ঘরে
জ্বেলে দিতে হবে আজ শান্তি মশাল
জাগো, ঘুমন্ত শার্দুল জাগো জাগো
জীর্ণতা অলসতা থাক পড়ে থাক

সাগরের কোল ছুঁয়ে দাঁড়িয়ে স্বদেশ
মেঘে মেঘে ছেয়ে গেছে সুনীল আকাশ
অনিয়ম দূর্নীতি হালের ফ্যাশন
বিষে বিষে ভরে গেছে কোমল বাতাস
হেরার রশ্মি ডাকে জাগো জাগো
জীর্ণতা পিছুটান থাক পড়ে থাক

টেকনাফ তেতুলিয়া সাগর পাহাড়
সবখানে চাই আজ দক্ষ নাবিক
সততার বন্ধনে বিবেক জাগাও
বিভেদের রাজনীতি বলো ধিকধিক
ঐক্যের বাঁধনে জাগাও স্বদেশ
এই আয়োজনে আজ শপথের ডাক।


No comments

Powered by Blogger.