প্রার্থনামূলক গান ।। মাহফুজুর রহমান আখন্দ

 

প্রার্থনামূলক গান
মাহফুজুর রহমান আখন্দ

মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান
হাশরের ময়দানে করো না গো অপমান
পাপগুলো ঢেকে রেখো
ভালোবেসে কাছে ডেকো
কণ্ঠে জাগিয়ে দিও রাসুলের গান

পৃথিবীর ছোটখাটো পরীক্ষাতে
হৃদয়টা ভয়ে হয় জড়োসরো
সফলতা পেতে তবু খাটি দিনরাত
ঈমানের ঘরবাড়ি নড়োবড়ো
ভয়াবহ কিয়ামতে পরীক্ষা নিওনা তুমি
ইহসান কোরো ওগো মালিকে জাহান

নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমারই নেয়ামত
উপভোগ করি প্রভু লক্ষ হাজার
শুকরিয়া করবার মেলে না তো ফুরসৎ
তবুও হই না নিরাশ এই গুনাহগার

ভয়াবহ উত্তাপে আরশের ছায়া দিও
মুখে দিও আবে কাওসারের পানি
নবীজীর শাফায়াত নসীবে রেখো
শান্তিতে ভরে দিও হৃদয়খানি
তোমাকে দেখার দিনে কাছাকাছি রেখো ওগো
তোমাকে দেখে আমি জুড়াবো পরাণ।


No comments

Powered by Blogger.