বিজয় দিনের ডাক ।। মাহফুজুর রহমান আখন্দ

 
বিজয় দিনের ডাক
মাহফুজুর রহমান আখন্দ

ডিসেম্বরের রক্ত ঝরা মাসে
শিউলী কাঁদে জবার কাছে
রাঙা গোলাপ হাসে

ফুল বাগানে হাজার লাশের সারি
আনতে সুদিন জীবন দিয়ে
ফিরলো না আর বাড়ি

মায়ের বুকের স্বপ্ন হলো ফিকে
কোথায় খোকার সুখের সুদিন
আম জনতার যায় বেড়ে ঋণ
কষ্টচাপা কান্না চারিদিকে

গাঁও-শহরে লক্ষ কোটি বেকার
পেশির জোরে চরকা ঘুরায়
খোঁজ রাখে হায় কে কার?

আজকে আবার বিজয় দিনের ডাক
আনতে সুদিন কোকিল ডাকো
ডাস্টবিনে থাক কাক।

No comments

Powered by Blogger.