দুই টুকরো জীবন ।। মাহফুজুর রহমান আখন্দ

 
দুই টুকরো জীবন
মাহফুজুর রহমান আখন্দ 

কলুর বলদের মতোন সংসারের বোঝা টানতে টানতে
রাত ভোর করে দেয়া মানুষটিই একদিন সংসারের বোঝা হয়ে যায়
অনাদরে পড়ে থাকে তাঁর কর্মঠ দুটো হাত 
নিথর হয়ে পড়ে থাকে কর্মচঞ্চল ঠোঁট
কাজের সন্ধানে দৌড়ে বেড়ানো পা দুটোও বড় বোঝা হয়ে দাঁড়ায়
নির্ঘুম রাত কাটিয়ে যে চোখ কাজ খুঁজে বেড়াতো
অপাংক্তেয় এখন তার কারূকাজ
স্বপ্নবোনা মনটা এখন অন্ধকার দ্যাখে; 
একটু সাহায্যের প্রত্যাশায় দিন গোণে মস্তিস্কের উর্বর কোষ
সবাইকে মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে বলে
হালের গরুটা সারা বছর লাঙল টেনে যায়
একটা গাধা সারাজীবন বোঝা টেনেই চলে 
শেষতক সংসারের চুম্বক মানুষটিও 
হালের গরু কিংবা গাধাই রয়ে যাবে!

০২
কাগজের নৌকোর সাথে তোমার তুলনা করবো না
বৃষ্টির আলতো ছোঁয়ায় যে গলে যায়, পঁচে যায়
মৃদু বাতাসেই উল্টে যায় চোখের পলকে
মিটিমিটি স্রোতেই চলতে থাকে অন্যকোন পাড়া মহল্লায় 
ছোটখাটো খড়কুটোর প্রেমে হামলে পড়ে তার ক্ষয়িষ্ণু বুকে
তুমিই বলো, তোমাকে কি মানাবে এই উপমায়!

No comments

Powered by Blogger.