আমার সবুজ বাংলা ।। মোশাররফ হোসেন খান
এসো, এইখানে ঘন হয়ে বসি-
ছায়া তরু হিজল তমালের নিচে
অনেক সূর্য আর সন্ধ্যার রঙ মিলেমিশে গড়েছে যেখানে
বহু বর্ণিল এক চিত্রল প্রাণবন্ত ছবি। যে ছবি
আঁকতে পারে না কেউ।
এসো, এইখানে বসি-
যেখানে আকাশ নুয়ে পড়ে কখনো
সাতরঙা রঙধনুর টানে
যেখান থেকে বয়ে গেছে আলপথ দিগন্তবিদারী মাঠের দিকে
সবুজাভ প্রান্তরে।
যেখানে নদীগুলো বয়ে যায় কুলুকুলু অবিরত
যেখান থেকে ছড়িয়ে পড়ে মায়ের স্নেহের মতো জোসনার দ্যুতি
পাখির কলরবে কখনো বা সরব হয়ে ওঠে
ঘন পল্লবিত আম কিংবা বটের শাখা।
এসো এইখানে বসি-
ঝির ঝির নিটোল বাতাস যেখানে উপশিত তালপাতার হাতপাখা
কৃষকের ভারী পা যেখানে এঁকে যায় নন্দিত শিল্পকর্ম
যেখানে হালের বলদ দিনভর স্বপ্ন এঁকে যায়
রুক্ষ মৃত্তিকায় সুকঠিন বুক চিরে,
এসো, এইখানে বসি-
এ আমার শান্ত দিঘির মতো হৃদয় জুড়ানো মায়াবী দেশ-
শিশির ধোয়া মায়ের কোমল আঁচল
অগণিত স্বপ্ন আর প্রগাঢ় প্রশান্তির প্রস্রবণ
মুহূর্তের চাতকী শিহরণ
এ আমার দেশ—
বৈশাখের প্রথম বৃষ্টির মতো প্রতীক্ষিত সঘন দৃষ্টির কাঁপন
শত স্মৃতি বিস্মৃতির ইতিহাসে মোড়ানো এক বর্ণিল আকাশ
সবুজ ঘাসের গালিচাসমৃদ্ধ এদেশ যেন আমার
পবিত্র জায়নামাজ।
এসো এইখানে বসি-
সরল মানুষের মায়া মমতা আর ফুলের সৌরভ
মায়ের শীতল চাহনি, পিতার স্নেহ আর বোনের আদর
নির্মল বাতাস, সবুজ সোনালি ধানের ক্ষেত
অজস্র পুকুর, দিঘি হাওড় বিল খাল নদী-
সব মিলে আমার এদেশ—
বহু মোহনার সংযোজন
গর্বিত সম্ভার-
শ্রেষ্ঠ চিত্রশিল্পীও যে ছবি আঁকতে অক্ষম-
সে আমার দেশ-
এসো, এখানে আরও ঘন হয়ে বসি-
দেখো, কি এক মোহনীয় ভঙ্গিতে বয়ে চলেছে
সহস্র স্বপ্ন বুকে
সুমধুর কলগুঞ্জনে
বহমান কপোতাক্ষ আর বঙ্গোপসাগরের মতো!...
এসো, এইখানে-
এসো আরও ঘন হয়ে বসি।
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/samoiki
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801720070848
🔗 E-MAILL
samoikionline@gmail.com
No comments