ডিসেম্বর কথা ।। জামসেদ ওয়াজেদ

 
ডিসেম্বর কথা
জামসেদ ওয়াজেদ


আমার বিজয়গুলো কেন জানি চুরি হয়ে যায়
নিষ্পাপ সকাল আর চুরি হয় আরামের ঘুম
চেতনা চুরির দায়ে পৃথিবীও নিস্তব্ধ নিঝুম
এখানে দুপুর ভেঙে লাল আর সবুজ হারায়

এই যে জোনাকি রাত শুধু জানে ডিসেম্বর কথা
কী করে বিজয় এলো আমাদের পাশের বাড়িতে
এই জাতি সেই দিন এইভাবে চায়নি হারিতে
প্রজাদের স্বার্থহীন এ বিজয়ে স্মৃতি ব্যাকুলতা

ঘুমহীন কত রাত, কত কত বারুদের ঘ্রাণ
সয়ে সয়ে বীরগণে সোপার্জিত এ স্বদেশ ভূমি
নিজেকে আড়াল করে হে যুবক সরে আছো তুমি
স্বদেশের প্রতি কেন এত বেশি মান অভিমান

আমার বিজয়গুলো সংরক্ষিত শাসক পকেটে
তথাপিও খুঁজি তাকে পৃথিবীর পথে পথে হেঁটে

No comments

Powered by Blogger.