বেঈমান ।। শহিদ আজাদ

 
বেঈমান
শহিদ আজাদ

পরিব্রাজকের মতো 
অনেক পথ নদী নালা খালবিল বন জঙ্গল পেরিয়ে 
তোমাকে দেখতে এসেছিলাম,
দেখি তুমি নেই
শূন্যতায় খাঁ খাঁ করছে তোমার ভিটেমাটি 
যেন তুমি কখনো ছিলে না 
কেউ কখনো ছিল না এখানে,
তোমার কুকুরটা ছিল পাহারায়
আমার শরীরের গন্ধ নিয়ে 
আমাকে সোহাগে জড়ালো তোমার কুকুর 
যেমন একদিন তুমি আমার শরীরের গন্ধ নিতে 
আর আমাকে জড়াতে ভরাতে ভীষণ সোহাগে
আজ তুমি নেই
এখন তোমার কুকুর আমার প্রিয়
কারণ কুকুর বেঈমান নয়।

No comments

Powered by Blogger.