অনেক বিজয় ।। মতিউর রহমান মল্লিক

 
অনেক বিজয়
মতিউর রহমান মল্লিক

অনেক বিজয় এসেছে আবার
অনেক বিজয় আসেনি যে
অনেক বিহান হেসেছে আবার
অনেক বিহান হাসেনি যে!

পেরিয়ে এসেছি অনেক অনেক পথ
ছিঁড়েছি অনেক গোলামীর দাসখৎ
ভেঙেছি অনেক লৌহকপাট-কারা
অনেক ঝরেছে তপ্ত-রক্ত-ধারা

অনেক হয়েছে মহাজীবনের জয়
অনেক হয়েছে বেদনার সঞ্চয়
তবুও পূর্ণ জয়ের সূর্য
এখনো আকাশে ভাসেনি যে;

অনেক বিজয় এসেছে আবার
অনেক বিজয় আসেনি যে!
অনেক স্বপ্ন দু’হাতে পেয়েছি
পাইনি অনেক আবার

অনেক চাওয়ার তবু বাকি আছে
এখনো অনেক পাওয়ার!
ঈমানের ঘর ক্রমাগত শুধু নড়ে
স্বদেশ-প্রেমের জিজ্ঞাসা কেঁদে মরে

গণতন্ত্রের বেড়ে চলে ঝন্ঝাট্
অর্থনীতির থামে যে-নান্দীপাঠ
জনতার দাবী অপূর্ণ রয়ে যায়

ধৈর্যের বাঁধ ক্রমাগত ক্ষয়ে যায়
তাইতো নতুন যুদ্ধের নেশা
বিজয়ের দিন নাশেনি যে;
অনেক বিজয় এসেছে আবার
অনেক বিজয় আসেনি যে!

বিজয়ের অরি চিনেছি অনেক
চিনেছি যে- বিভীষণ
তবুও অনেক আঁধারে পড়েনি
দৃষ্টির বিকিরণ!

নদীর শত্রু যাচাই হলো না আজো!
দেশের শত্রু বাছাই হলো না আজো!
জাতির শত্রু এখনো অনেক ভীড়ে
কলিজা চিবায় বক্ষ দু’হাতে চিরে
ন্যায়ের শত্রু হয়নি অনেক চেনা
অনেক মুক্তি হয়নি এখনো কেনা
এখনো স্বদেশ অনেক জমিনে
আজাদীর চাষ চাষেনি যে;

অনেক বিজয় এসেছে আবার
অনেক বিজয় আসেনি যে
অনেক বিহান হেসেছে আবার
অনেক বিহান হাসেনি যে!

No comments

Powered by Blogger.