বিজয় আসে বিজয় যায় ।। আসাদ বিন হাফিজ

 
বিজয় আসে বিজয় যায়
আসাদ বিন হাফিজ

বিজয় আসে বিজয় যায়
ছেলের জন্য কান্দে মায়।

ভাইয়ের জন্য বোন কান্দে
গিন্নী বসে শোক রান্ধে।

এতটা দিন পার হইলো
হয়নি শহীদ তালিকা
মায়ের দুঃখ মায় বুঝে
কেমনে বুঝবো বালিকা।

যাদের রক্তে স্বাধীন দেশ
তার তালিকার খবর নাই
বাংলা মায়ের বর্ণমালার
আজো জের জবর নাই।

বিজয় আসে বিজয় যায়
স্মৃতিসৌধে ফুল গড়ায়।
আজো ঝরে মায়ের ঘাম
কোন খাতাতে ছেলের নাম?

No comments

Powered by Blogger.