সবক’টা জানালা খুলে দাওনা ।। নজরুল ইসলাম বাবু

 
সবক’টা জানালা খুলে দাওনা
নজরুল ইসলাম বাবু

সবক’টা জানালা খুলে দাওনা
আমি গাইব গাইব বিজয়েরই গান
ওরা আসবেই- চুপি চুপি
যারা এ দেশটাকে ভালবেসে দিয়ে গেছে প্রাণ।

চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশীর দিনে কাঁদতে নেই
হারানো স্মৃতির বেদনাতে
একাকার করে মন রাখতে নেই
কেউ যেন ভুল করে গেওনাকো
মন ভাঙ্গা গান।

আজ আমি সারা নিশি থাকব জেগে
ঘরের আলো সব আঁধার করে
ছড়িয়ে রাখো, আতর গোলাপ
এদেশের প্রতিটি ঘরে ঘরে।

No comments

Powered by Blogger.