আসাদ চৌধুরীর কবিতা ।। আফসার নিজাম

 
বাংলাদেশের একজন প্রখ্যাত কবি, প্রাবন্ধিক ও উপস্থাপক। জীবনের শুরু শিক্ষকতা দিয়ে হলেও সৃজনশীলতার প্রতি আজন্ম মুগ্ধ এই কবি ভয়েজ অব জার্মানীর বাংলাদেশ সংবাদদাতা হিশেবে নতুন কর্মজীবন আরম্ভ করেন। সাহিত্যের ভালোবাসায় সাংবাদিকতা ছেড়ে এবার বাংলা একাডেমিতে যোগদান করেন এবং একাডেমির পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। চাকুরীর পাশাপাশি টেলিভিশন-রেডিওতে উপস্থাপনা ও আবৃত্তি করেন। তিনি কবিতা লিখতে ভালোবাসেন। তাঁর উল্লেখযোগ্য কবিতার বই তবক দেওয়া পান; বিত্ত নাই বেসাত নাই; প্রশ্ন নেই উত্তরে পাহাড়; জলের মধ্যে লেখাজোখা; যে পারে পারুক; মধ্য মাঠ থেকে; মেঘের জুলুম পাখির জুলুম; নদীও বিবস্ত্র হয়; বাতাস যেমন পরিচিত; বৃন্তির সংবাদে আমি কেউ নই; কিছু ফল আমি নিভিয়ে দিয়েছি; ঘরে ফেরা সোজা নয়। কবিকে শ্রদ্ধা জানিয়ে তাঁর আলোচিত কিছু কবিতা উপস্থাপন করা হলো।

⭐ FOR ANY HELP PLEASE JOIN

No comments

Powered by Blogger.