অপেক্ষা ।। আব্দুল বাতেন

 

অপেক্ষা
আব্দুল বাতেন

অপেক্ষা অজগরের সুখাদ্য হই, এটা সেটার জন্য; আমিও।
বৃষ্টি বিলাসের জন্য অপেক্ষা করি, 
বেতাল ভিজবো এবং ভেজাবো বলে। 
হাঙর ভর্তি গাঙের মত রজনীতে উদভ্রান্ত অপেক্ষা করি 
বিশুদ্ধ ভোরের জন্য, শিল্পিত শিশিরের জন্য। 
এক রূপসী 
        অভিমানী রাজকন্যার জন্য
                  খা খা অপেক্ষা করি, আজীবন।



No comments

Powered by Blogger.