পিপাসার কথা ।। আহমদ বাসির



 পিপাসার কথা

পানির পিপাসা নয় পানের পিপাসা
চুকচুক পান করি টুকটুকে ঠোঁট
নীলরঙ স্বপ্নের সহস্র মাঝি
ছুটে চলে দ্রুতগতি কামনার বোট

আমাকে ঠেকাও নয় সামনে বিপদ
লেলিহান আগুনের মন্দ স্বভাব
আমাকে অন্ধ করো অথবা পালাও
কখন যে কি ঘটায় কামুক নবাব

আমার চোখের তারা জ্বলজ্বল জ্বলে
তাকিয়ে দেখো তো- চোখ কোন কথা বলে
দাঁড়িয়ে দেখো না আর পালাও এবার
পাপ ছাড়া কোন কাজ মানব সেবার?

No comments

Powered by Blogger.