আহমদ বাসির’র কবিতা
কবি আহমদ বাসির শিল্প ও সংস্কৃতির ইসলামী করনের একজন দায়ী। মাত্র ৪০ বসন্তে তার কার্য সম্পাদন করে মহান আল্লাহর দরবারে চলে গেছেন। দীর্ঘ পথচলায় আমরা তার সাথী ছিলাম। প্রাচ্যে ইসলামের সাথে যে সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে সেই মেলবন্ধনকে দৃঢ় করতে আমাদের কার্যক্রম পরিচালিত করেছি। এর জন্য যেসকল বিষয়কে সামনে নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করেছি তা হলো কবিত, ছড়া, গল্প, প্রবন্ধ, সেমিনার, সিম্পোজিয়াম, আড্ডা, সাংগঠনিক তৎপরতা। সবগুলো কার্যক্রমেই বাসির ছিলো অগ্রগামী। তাকে সামনে রেখেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনভ করতাম। যেহেতু সে বাগ্মি, তার বক্তৃতা ছিলো হৃদয় স্পর্শী। তার মুখস্ত করার ক্ষমতা ছিলো অতুলনীয়। সে একটি কবিতা দু’তিনবার পাঠ করই মুখস্ত করে ফেলত। এই গুণ তাকে বক্তৃতায় সহযোগিতা করেছে। আর চিন্তার দিক থেকেও সে ছিলো অগ্রগামী। আমাদের যে গ্রুপটি ছিলো তাদের প্রায় সবাই একই ধরনের গুণে গুনান্বিত ছিলো। যদিও সবাই পর্দা উন্মোচন করে বাগ্মিতায় সামনে আসতে পারেনি। সকলের সমন্বিত চিন্তনে আমরা পথ চলেছি। আজ আহমদ বাসির পৃথিবীতে নেই। তার মানে এই নয় যে আমরা যে কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছিলাম তা বন্ধ হয়ে গেছে। তা চলমান আছে এবং থাকবে। দায়ীদের কাজ কখনো বসে থাকে না। একজন দায়ী আল্লাহর ডাকে সাড়া দিলে অন্যজন এসে সেই স্থান পুরন করে। স্বপ্নবাজ কবি আহমদ বাসির যে স্বপ্নবীজ ধারণ করেছে সে স্বপ্ন বাস্তবায়নের জন্য তরুণরা এগিয়ে আসছে। এভাবেই আহমদ বাসিরেরা কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবে ইনশাআল্লাহ।
এই সংখ্যায় আহমদ বাসির’র কয়েকটি কবিতা উপস্থাপন করা হলো, আশা করি আপনাদের ভালো লাগবে-
No comments