মৃত্তিকার প্রতি বিদ্রপ এবং জ্ঞানের প্রশংসায় ।। মতিউর রহমান মল্লিক

 

মৃত্তিকার প্রতি বিদ্রপ এবং জ্ঞানের প্রশংসায়
[আলী রা.-এর কবিতা]

আব্বা আদম মা হাওয়া তাই
শেকল-সুরত এক সবারই
বংশীয় বীজ মা বয় বলেই
মূল পরিচয় রয় পিতারই।

বংশ-কুলের তূল্য যেমন
পানি এবং মৃত্তিকা হায়!
তায় শরাফত থাকলে তা এক
পৃক্ত মোদের কুলজিনামায়।

জ্ঞানীর শত্রু মূর্খরা সব
সন্দেহ নেই নেই তাতো ঠিক
লোকের মধ্যে সেই দামি লোক
যে- লোক সেবায় অগ্রপথিক।

জ্ঞান আহরণ করেই কেবল
না করে তার বদলা বরণ
জ্ঞানীই অমর আর সবই লাশ
অজ্ঞরা হয় অসংখ্য জন।

No comments

Powered by Blogger.