সম্পাদকীয় ।। ১ম সংখ্যা ।। সাময়িকী

 
প্রতিদিন মাথার ভিতর কিছু একটা কাজ করে। সৃজনশীলতা না মননশীলতা বুঝে উঠতে পারছি না। কিছু করতে ইচ্ছে করে। সেই ইচ্ছে থেকেই আমার এই প্রয়াস। ‘অনেক অনেক বছর আগে। সাময়িকী নামে একটি সাহিত্য অনলাইন ম্যাগাজিন সম্পাদনা করতাম। জীবন বাস্তবতার কারণেই সেই অনলাইন ম্যাগাজিনটি বন্ধ করতে বাধ্য হই। বেশ কিছু বছর পর যখন ইন নাম নিতে যাই তা আর নিজের করে ফিরে পাই না তখন মোলাকাত নামে ওয়েবম্যাগ চালু করি। কিন্তু সাময়িকী নামের মায়া ছাড়তে পারি নাই। কিছুটা গ্রাফিক্স জানি বিধায় একটি পিডিএফ ম্যাগাজিন করার ইচ্ছে জাগে। করবো করবো বলে করা হয়ে ওঠেনি। এখন করা হয়ে গেলো। নাম রাখলাম সেই ভালাবাসার নামটি ‘সাময়িকী’। এটা চলমান থাকবে আশা করি। বাকিটা আল্লাহর ইচ্ছা। যদি তোমাদের দোয়া ও ভালোবাসা থাকে তবে কিছুটা দূর এগিয়ে যেতে পারব। আশা করি আমার সাথে থাকবা। এতটুকা আশাতো করতেই পারি।

সম্পাদক
আফসার নিজাম

নির্বাহী সম্পাদক
রেহনুবা ইভা

সহকারী সম্পাদক
ঋতুবৃতা মন্ডল
অধরা আলো
বৃষ্টি মিনা

গ্রাফিক্স
ক্রিয়েটিভ লাইফ

প্রকাশকাল
১ জুলাই ২০২৩

আফসার নিজাম কর্তৃক শান্তিবাগ, ঢাকা থেকে প্রকাশিত ও প্রচারিত // মোবাইল : 01819-515141
E-mail: samoikionline@gmail.com // Web: samoiki.blogspot.com // facebook.com/samoiki2016

No comments

Powered by Blogger.